Logo

সারাদেশ

তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৬:৩৩

তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরির পাশাপাশি মৌসুমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, আকরাম ডোমবাড়ির চালা গ্রামের জাকারিয়ার তিনটি তালগাছ কিনে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে তাল পাড়তে যান। গাছে ওঠার পর হঠাৎ পাশেই থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি।

পরে বন্ধুদের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জৈনাবাজার আনোয়ারা মর্ডান হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু অলি ও হাসিব জানান, দুপুরে গাছে উঠে তাল পাড়ার প্রস্তুতি নেন আকরাম। এ সময় গাছের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে আমরা ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। পরে তাকে উদ্ধার করে জৈনাবাজার আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়টি এখনো জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর