পটুয়াখালীতে খাসজমি দখল, শ্রমিক দল নেতার কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৮:০৭

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে মো. সোহেল দেওয়ানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. সোহেল দেওয়ান উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি।
জানা গেছে, নতুন বাজারের সিকদার বুটিকস হাউজের সামনে যে সরকারি জমি পূর্বে উচ্ছেদ করা হয়েছিল, তা পুনরায় অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করছিলেন শ্রমিক দলের নেতা সোহেল দেওয়ান।
এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১১ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ থাকলেও তিনি জরিমানার অর্থ পরিশোধ করায় অতিরিক্ত দণ্ড মওকুফ করা হয়েছে।
এমবি