Logo

সারাদেশ

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৮:৫২

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার পুরাতন লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম জিহাদ হাসান (২১)। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পুরাতন লাউড়েরগড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, জিহাদ হাসান ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ফেরার পথে সীমান্ত পিলার ১২০৪/৪-এস এর নিকট দশঘর নামক স্থানে লাউড়েরগড় বিওপির একটি টহল দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫৭ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতকে মাদকসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর