Logo

সারাদেশ

মায়ের জানাজা শেষে ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:৩০

মায়ের জানাজা শেষে ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত

বগুড়ায় মায়ের জানাজা শেষে ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার সারিয়াকান্দি-চেলোপাড়া সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গাবতলী উপজেলার চকবোচাই শাহ্ সুলতান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মতি (৬০) সদর উপজেলার ঠনঠনিয়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।

দুর্ঘটনায় আহত সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুবিয়া ইসলাম বিউটিসহ তিনজন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

মেডিকেল ফাঁড়ির এটিএসআই কৃষ্ণ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম তার মায়ের জানাজা শেষে শহরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। দুর্ঘটনায় চারজন আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর