Logo

সারাদেশ

তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে : ভিপি নূর

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:৪৩

তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে : ভিপি নূর

ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগঠিত হতে হবে। আজ তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে।

শুক্রবার (২৩ মে) বিকেলে রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল গোলচত্বরে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি, বন্দোবস্ত, প্রতিষ্ঠান ও রাষ্ট্র সংস্কার’ এর লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ভিপি নূর আরও বলেন, দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রীয় ক্ষমতা চলছে কিছু গোষ্ঠীর স্বার্থে। আমাদের এ নতুন প্রজন্মের রাজনীতির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। একদলীয় শাসনের কারণে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার আজ প্রশ্নবিদ্ধ। একটি রাষ্ট্র তখনই গণতান্ত্রিক হয়, যখন সেই রাষ্ট্রে জনগণ প্রকৃত অর্থে শাসনের অধিকার পায়। কিন্তু আমাদের রাষ্ট্রে জনগণ শাসিত নয়, বরং শোষিত।

ভিপি নূর বলেন, আমরা যে রাজনীতির কথা বলছি, সেটা ক্ষমতাকেন্দ্রিক নয়, সেটা জনগণকেন্দ্রিক। গণঅধিকার পরিষদ বিশ্বাস করে, মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণই হতে হবে রাজনীতির মূল লক্ষ্য। তাই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জরুরি।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. ওয়াসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মো. শহিদুল্লাহ খান।

সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, পরিষদের নেতা হাসান আল মামুন, আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কাউছার হোসেন প্রমুখ।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর