-6830b63965860.jpg)
ঢাকার সাভারের সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-স্টুডেন্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ (এক্স-ক্যাপ)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসএসসি ২০১০ ব্যাচের এ. এম. আশরাফ উদ্দীন পূষণ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের সাদবী বিন মোর্শেদ। এছাড়াও কমিটিতে ১৮ জন উপদেষ্টা এবং ৮৫ জন সদস্য নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সাভারের জিলিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এক্স-ক্যাপের সাবেক সভাপতি শামীম এজাজ এবং সাবেক সাধারণ সম্পাদক ফাহিম দাদ খান রূপক নতুন কমিটির ঘোষণা দেন।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা কর্নেল আবু নাসের তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রেজওয়ান চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং বর্তমান ও সাবেক শতাধিক শিক্ষার্থী।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রবিন ও আবীর হাসান খান পলাশ (উভয়েই এসএসসি ২০১০); সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তানভীর (২০১১); যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আলীম খান (২০১১); সাংগঠনিক সম্পাদক মো. জিহাদুল আলম জিহাদ (২০১৩); কোষাধ্যক্ষ ও অর্থ সম্পাদক মুশফিক উস সালেহীন অর্পণ (২০১৬); গণযোগাযোগ সম্পাদক ফেরদাউস আল ইমরান (২০১২); দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাবু (২০১৩); সাংস্কৃতিক সম্পাদক এথেনা দাশ (২০১৩); অনলাইন ও সামাজিক মাধ্যমবিষয়ক সম্পাদক সালমান সাকিব জিসান (২০১৪); প্রচার সম্পাদক ও সমন্বয়ক হাসিবুল হাসান ইমু (২০১৫); খেলাধুলাবিষয়ক সম্পাদক রাআদ তামীম খান (২০১৬); প্রকাশনা সম্পাদক ফাতিন অনজুম নিবিড় (২০১৬); এবং ছাত্র ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সৈয়দ মুসাভভির হোসেন দিগন্ত (২০১৯)।
বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার।
বিদায়ী সাধারণ সম্পাদক ফাহিম দাদ খান রূপক তার বক্তব্যে নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সারাবিশ্বে এক্স-ক্যাপের সদস্যরা একটি পরিবারের মতো নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে নেওয়া সম্ভব হবে।’
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কর্নেল আবু নাসের তালুকদার বিদায়ী কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে নবগঠিত কমিটির উদ্দেশে বলেন, ‘বিগত কমিটি এক্স-ক্যাপকে এতটা সাফল্যমণ্ডিত করেছে যে, আগামী কমিটির জন্য কার্যক্রম পরিচালনা করা তুলনামূলক কঠিন ও চ্যালেঞ্জিং হবে।’ তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
নতুন কমিটির নেতৃত্বে এক্স-ক্যাপের সদস্যদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কল্যাণে এক্স-ক্যাপ আরও অগ্রণী ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল সময়ে সকলের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কোন্নয়নের মাধ্যমে এক্স-ক্যাপ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনভিত্তিক কার্যক্রম বৃদ্ধি করা হবে।’