Logo

সারাদেশ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনদের

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:২২

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনদের

কুমিল্লায় নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে কাজী সোহেল (৩৪) নামে এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, নিরাময় কেন্দ্রটির অবহেলা ও নির্যাতনে সোহেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নগরীর ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি কাজী সোহেলকে চিকিৎসার জন্য নিউ যত্ন নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে রোগীর স্ত্রী স্মৃতি আক্তারসহ পরিবারের সদস্যরা তাকে দেখে যান। এ সময় সোহেল নিজেই বলেন, তিনি সুস্থ বোধ করছেন। বাড়ি যেতে চান।

কিন্তু সন্ধ্যায় নিরাময় কেন্দ্র থেকে পরিবারের কাছে একটি ফোন আসে। জানানো হয়, রোগীর সমস্যা হয়েছে। আপনারা দ্রুত আসেন। চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনরা হাসপাতালে গিয়ে সোহেলকে খুঁজে না পেয়ে পুনরায় নিরাময় কেন্দ্রে ফিরে আসেন। সেখানে তারা কাজী সোহেলের নিথর দেহ দেখতে পান।

স্বজনদের অভিযোগ, নিরাময় কেন্দ্রের লোকজন টালবাহানা করে বলে রোগী ফাঁসি দিয়েছে। আমরা মেডিকেলে নিতে নিতে সে মারা গেছে। মেডিকেলে রোগী থাকলে তাকে ময়নাতদন্ত করা হবে। তাই আমরা নিয়ে এসেছি। এখন তাকে বাড়িতে নিয়ে যান।

নিহতের আত্মীয় ফাহিমা বলেন, আমার বোনজামাই কাজী সোহেল সুস্থ মানুষ। তাকে তারা মেরে ফেলেছে। আমি আসার পর জানতে পারি, এখানে এর আগেও তাদের অবহেলার কারণে আরও রোগীর মৃত্যু হয়েছে। নিউ যত্নের সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কাজী শিমুল নামে আরেকজন বলেন, এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি টর্চার সেল। এটির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাদের নেই কোনো অভিজ্ঞতা, নেই কোনো সনদ। ম্যানেজার নিজেই তো মাদক সেবন করে—তাকে ডোপ টেস্ট করুন। তাকে ধরতে পারলে আরও তথ্য পাওয়া যাবে।

নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সকলে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। আমরা প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে লাশ উদ্ধার করেছি। আপাতত ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। পরিবার মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর