Logo

সারাদেশ

কুয়াকাটায় সৈকতে মৃত ডলফিন, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:০৮

কুয়াকাটায় সৈকতে মৃত ডলফিন, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ

কুয়াকাটায় সৈকতে বালুচরে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ছবি : বাংলাদেশের খবর

কুয়াকাটার গঙ্গামতি সৈকতে বালুচরে একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন বেলাভূমিতে আটকে থাকা ডলফিনটির শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। এর ফলে সৈকতে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা।

স্থানীয় জেলে মাহমুদ হাসান জানান, দুই দিন আগে জোয়ারের পানিতে ভেসে এসে ডলফিনটি বালুতে আটকে পড়ে। ধারণা করা হচ্ছে, আটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণীটির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) শেষ বিকেলে সৈকতে ঘুরতে আসা পর্যটক মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, ডলফিনটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে চার ফুট। এটির ওজন হতে পারে প্রায় ১৫০ কেজি। তিনি বলেন, ডলফিনটির গন্ধে অনেকে সৈকত ছেড়ে চলে যাচ্ছেন। দ্রুত এটিকে মাটি চাপা দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, ঘটনাস্থলে তাদের টিম পাঠানো হয়েছে। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

গঙ্গামতি বীটের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা মো. রাজ্জাক বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। আজই মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর