বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:১৯

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে করছেন এমকে ফুটওয়্যার লিমিটেডের প্রায় পাঁচশ’ শ্রমিক।
শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় কারখানার সামনে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন তারা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের এপ্রিল মাসসহ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করা হয়নি। শনিবার সকালে কারখানায় এসে দেখতে পান, মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে চলে গেছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
কারখানার শ্রমিক নাজমুল হাসান জানান, চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনের উদ্দেশ্যে তারা সকাল থেকে কারখানার ভেতরে জড়ো হচ্ছেন।
আরেক শ্রমিক মামুন জানান, সকালে কারখানার ভেতরে প্রবেশ করে দেখি মালিক পক্ষ ভেতরের গেটের তালা ঝুলিয়ে চলে গেছে। সামনে ঈদ, এপ্রিলসহ দুই মাসের বেতন বকেয়া পড়েছে। কেমনে চলব আমরা?
এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। কারখানাও খুলে দেওয়া হবে। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ গাজীপুরের শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে জড়ো হচ্ছেন। তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি। এছাড়া বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
এমবি