বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিটুল, সম্পাদক শামছু

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:২২

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া জিলা স্কুল কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল (মোটরসাইকেল প্রতীক) ৮ হাজার ৯৩৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সামছুজ্জামান শামছু (রজনীগন্ধা প্রতীক) ১১ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ রাত ১১টার দিকে ফলাফল নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনে ১০৯টি বুথে ৩০টি কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬টি পদের বিপরীতে ১১৮ জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে ২ জন, কার্যকরী সভাপতি পদে ১ জন, সহসভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ১ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ধর্মীয় সম্পাদক পদে ৪ জন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে ৫ জন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে ৪ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
এমবি