Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৩:২০

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) রাতে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ খান পায়েল নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার বাসিন্দা শামীম খানের ছোট ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। পায়েলের বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সঙ্গে ঢাকায় একটি ওয়ার্কশপে কাজ করতো।

নিহতের বাবা শামীম খান জানান, শুক্রবার রাতে লোকমুখে জানতে পারি ছেলেকে কেউ আহত করেছে। তৎক্ষণাৎ নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ছুটে যাই। সেখানকার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে সেখানেই চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর আলম বলেন, কয়েকদিন আগে একটি মারামারির ঘটনায় জড়িত থাকার সন্দেহে হৃদয় ও সাব্বির নামে দুই কিশোর আব্দুল্লাহকে ডেকে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর