বরগুনায় অনিক হত্যা
১২ বছর পর ধরা পড়ল ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৩০

ছবি : বাংলাদেশের খবর
বরগুনার আলোচিত কলেজছাত্র অনিক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিন গাজীকে ১২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ মে) বেলা ১১টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সালাউদ্দিন গাজী বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী গ্রামের ছত্তার গাজীর ছেলে।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কে কলেজছাত্র অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়। ১৮ দিন পর শহরের সাব-রেজিস্ট্রার অফিসের পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৭ আগস্ট বরগুনা জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। তাতে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড, দুই আসামিকে যাবজ্জীবন এবং তিনজনকে খালাস দেওয়া হয়। তবে রায়ের আগেই সালাউদ্দিন পালিয়ে যান।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ঘটনার পর সালাউদ্দিন ভারতে পালিয়ে ছিলেন। দেশে ফেরার পর প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।’
এআরএস