শাহরাস্তিতে বিতাড়িত অধ্যক্ষের যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১০

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৭:০৩

ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের শাহরাস্তিতে বিতাড়িত অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার পুনরায় যোগদানকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কলেজের শিক্ষক আবু সাঈদ বিজয়, কামরুন নাহার এবং শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজী প্রমুখ রয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার প্রতিবাদের মুখে অধ্যক্ষ আনোয়ার হোসেনকে কলেজ ছাড়তে হয়। শনিবার সকালে তিনি বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীসহ কলেজে এসে যোগদানের চেষ্টা করেন।
এ সময় গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ বিজয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
আহত শিক্ষক আবু সাঈদ বলেন, ‘গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষের যোগদান করার কথা থাকলেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে প্রবেশ করতে চেয়েছেন। এতে বাধা দিলে আমাদের উপর হামলা চালানো হয়।’
অধ্যক্ষ আনোয়ার হোসেন দাবি করেন, তিনি নিয়ম মেনেই যোগদান করতে গিয়েছিলেন, তবে উপাধ্যক্ষকে অনুপস্থিত পান। তিনি কাউকে আঘাত করেননি এবং কোনো রাজনৈতিক প্রভাবও খাটাননি বলে দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাসার বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
আবু মুছা আল শিহাব/এআরএস