কম্বাইন্ড সিস্টেম বাতিলসহ
৯ দফা দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অবস্থান কর্মসূচি

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:০৬

ছবি : বাংলাদেশের খবর
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে শনিবার (২৪ মে) সকালে প্রতীকী প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করেন। পাশাপাশি দাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সম্প্রতি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারকে বহিষ্কার করা হয়। পরে সে আত্মহত্যা করে। শিক্ষার্থীদের দাবি, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতির চাপই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
তারা আরও বলেন, ২০১৬ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের আওতাধীন কলেজগুলোর কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। এতে মানসিক চাপ ও একাডেমিক জটিলতা বেড়েছে। এই প্রেক্ষাপটে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবি উত্থাপন করে। যার মধ্যে অন্যতম হচ্ছে স্বতন্ত্র পরীক্ষা ব্যবস্থা ও একাডেমিক স্বকীয়তা নিশ্চিত করা।
প্রতীকী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী সীমান্ত, শাওন মাহমুদ, শাওলী ঘোষ, শুভ, ফাহিম ভূঁইয়া প্রমুখ। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
জে আই জুয়েল/এআরএস