স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ‘যুবশক্তি’র যাত্রা শুরু

সাভার প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:১১

ছবি : বাংলাদেশের খবর
সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’। শনিবার (২৪ মে) সকাল ৯টায় স্মৃতিসৌধের শহীদ বেদীতে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ‘আমাদের সংগঠন অন্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো হবে না। যুবশক্তি ক্ষমতার হাতিয়ার নয়, বরং যুবসমাজের শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগানোর প্ল্যাটফর্ম।’
তিনি বলেন, ‘টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভয়ভীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে যুবশক্তি।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারিকুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ২ হাজার শহীদের রক্তের ঋণ শোধে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সরকার যে ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্র বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, তা এখনো বাস্তবায়িত হয়নি—এটাই আমাদের উদ্বেগ।’
তিনি জানান, ঈদের আগেই যুবশক্তির বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে এবং ‘যুব মার্চ’-এর মাধ্যমে সারা দেশে সংগঠনটি বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বক্তব্য রাখেন। তারা বলেন, যুবসমাজকে সংগঠিত করে রাষ্ট্র সংস্কারের নতুন পথে এগিয়ে যাবে যুবশক্তি।
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস