সিদ্ধিরগঞ্জে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:৩৮

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৪ মে) নিহতের বাবা মো. সামিম খান (৪২) থানায় মামলাটি করেন।
পুলিশ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে শনিবার চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—হৃদয় (৩০), সাব্বির (১৮), আল-আমিন (২০) ও জাহিদ (১৮)। গ্রেপ্তারদের মধ্যে একজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, এসি সার্ভিসিং দোকানে বাবার সঙ্গে কাজ করা রায়হান শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকপাড়ে ঘুরতে যান। সেখানে পুরোনো বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হৃদয় নামে একজন সুইচ গিয়ার চাকু দিয়ে রায়হানের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এআরএস