
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে পিকআপভ্যানে করে গাঁজা পরিবহনের সময় ২৮ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মুক্তারপুর এলাকায় একটি নীল রঙের পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালায়।
এ সময় গাড়িতে থাকা সাহাবুদ্দিন পেদা (২৮) নামের এক যুবকের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো সাতটি পোটলা উদ্ধার করা হয়। দুটি প্লাস্টিকের বস্তায় থাকা এসব পোটলা থেকে ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৬০ হাজার টাকা।
আটক সাহাবুদ্দিন বরগুনা জেলার আমতলী থানার চাউলো বাজার এলাকার বাসিন্দা নাসির পেদার ছেলে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস ও সরবরাহকারী চক্র শনাক্তে তদন্ত চলছে।
আবু সাঈদ/এআরএস