বীরগঞ্জে ছুরিকাঘাতে শাশুড়ি খুন, জামাই আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:৫১

সামুয়েল মার্ডি। ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। নিহত বাহা বেসরা (৫৫) উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার গভীর রাতে নিজ বাড়িতে তাকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত জামাই সামুয়েল মার্ডি (৩৮) স্ত্রী মিনি হাসদার সঙ্গে দাম্পত্য কলহে জড়িয়ে পড়েন। ১৫ দিন আগে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে ক্ষিপ্ত হয়ে শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়িতে গিয়ে ধারালো ছুরি দিয়ে শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এ সময় স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং শ্যালক বিকাশ কিস্কু (৩৫) বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে রক্তমাখা ছুরিসহ সামুয়েলকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এআরএস