বাউফলে ১৩ পরিবারের চলাচলের পথ বন্ধের পাঁয়তারা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:৩২

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের নুরবাগ এলাকায় ১৩টি পরিবারের প্রায় ২০০ জন মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ করে বৈদ্যুতিক খুঁটি বসানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।
শুক্রবার (২৩ মে) দুপুরে কালাইয়া বন্দরের সিনেমা হল রোড সংলগ্ন নুরবাগ এলাকায় মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। পরে তারা বাউফল ইউএনও মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন।
ভুক্তভোগীরা জানান, গত ৩০ বছর ধরে তাঁরা এই পথ ব্যবহার করছেন। এটি ১৩টি পরিবারের একমাত্র যাতায়াত পথ। খুঁটি বসালে পথটি বন্ধ হয়ে যাবে এবং অসুস্থ রোগী বা শিক্ষার্থীদের চলাচল কঠিন হয়ে পড়বে। তারা পথটি খোলা রাখার দাবি জানান এবং জমির বাজারমূল্য দিতে প্রস্তুতির কথাও বলেন।
স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ পঞ্চায়েত বলেন, ‘দুই শতাধিক মানুষকে পথচলায় বাধা দেওয়া অমানবিক ও অনৈতিক।’
অন্যদিকে, জমির মালিক মো. আলতাফ হোসেন বলেন, ‘এটি আমার মালিকানাধীন জমি। আমি আইনি অধিকার অনুযায়ী খুঁটি বসাচ্ছি।’
বিষয়টি নিয়ে বাউফল ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে।’
এআরএস