শেরপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১০ স্থাপনা উচ্ছেদ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:৪৭
-6831cde8b461a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর পৌর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পৌরসভা। শনিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত চলা এই অভিযানে ধুনট মোড় থেকে করতোয়া নদীর সেতু পর্যন্ত রাস্তার দুই পাশের প্রায় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম। তিনি বলেন, ‘পৌরসভার জায়গা উদ্ধারে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’
সরেজমিনে দেখা যায়, ফুটপাত ও রাস্তার পাশ ঘেঁষে গড়ে উঠেছিল দোকান ও অস্থায়ী স্থাপনা। এতে পথচারীরা দীর্ঘদিন দুর্ভোগে ছিলেন।
স্থানীয়রা পৌরসভার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে এলাকাটি দখলমুক্ত রাখার দাবি জানান।
পৌরসভা সূত্র জানায়, ভবিষ্যতেও অবৈধ দখল উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মো. আব্দুল ওয়াদুদ/এআরএস