Logo

সারাদেশ

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির মেলায় প্রাণের ছোঁয়া

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:৫১

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির মেলায় প্রাণের ছোঁয়া

ছবি : বাংলাদেশের খবর

পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় দিনব্যাপী কিশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। বাস্তবায়নে ছিল রিক ও সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। সভাপতিত্ব করেন রিক-এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এর মধ্যে ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, আরএমও ডা. নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম ও সাংবাদিক হাসান মামুন।

১৪টি ইভেন্টে অংশ নিয়ে প্রায় ১৭০ শিক্ষার্থী নাচ, গান, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের মাঝে ১৪০টি পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের চিন্তার বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে বাল্যবিবাহ, ইভটিজিং, লিঙ্গবৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

সৈয়দ বশির আহম্মেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর