কেরানীগঞ্জে পল্লী বিদ্যুৎ জিএম খালেদকে অবাঞ্ছিত ঘোষণা

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:৫৭

ছবি : বাংলাদেশের খবর
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. খালেদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন ও কর্মবিরতি পালন করেছে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (২৪ মে) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
সমিতির ডিজিএম মেহেদী, ইএমসি শাখার এজিএম জহিরুল ইসলাম ও বিএস মালাকার কর্মসূচিতে নেতৃত্ব দেন।
বিএস মালাকার বলেন, ‘আরইবির নিম্নমানের মালামাল বর্জনের পাশাপাশি আরইবি-পবিস একীভূতকরণ, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন চলমান রয়েছে।’
২০২৪ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে কর্মীরা বিভিন্ন সময় কর্মবিরতি পালন করে আসছিলেন। গত ২৭ মার্চ ডিসি সম্মেলনে একীভূতকরণ ও একক সার্ভিস কোড প্রণয়নের সিদ্ধান্ত হলেও বিদ্যুৎ বিভাগ তা বাস্তবায়ন না করে পুনর্বিবেচনার প্রস্তাব দেয় মন্ত্রিপরিষদ বিভাগকে।
আন্দোলনের সময় প্রায় ৬ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের বাধা দেওয়ায় জিএম খালেদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলন শেষে অংশগ্রহণকারীরা ‘চলো চলো ঢাকা চলো’ স্লোগানে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন। তবে কর্মবিরতির সময় জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা কাজ অব্যাহত রাখেন এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।
এআরএস