‘শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য দিতে হবে’
গাজীপুরে নদী সিম্পোজিয়ামে উপদেষ্টা রিজওয়ানা হাসান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২০:০৪

ছবি : বাংলাদেশের খবর
শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে নির্দিষ্ট মূল্য দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে 'নদী ও জলাভূমি সিম্পোজিয়াম ২০২৫'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিল্পের ব্যবহৃত পানি পুনঃব্যবহার (রিইউজ) বাধ্যতামূলক করতে আমরা কাজ করছি। পাশাপাশি জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা ঢাকার চারটি নদী দখল-দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা গ্রহণ করছি। আমাদের সময়ের মধ্যেই তুরাগ নদীর পুনরুদ্ধার শুরু হবে। গাছা খাল, লবণদহ, পুকুর ও বনভূমি দখলমুক্ত করতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে।’
বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাপা, নদীপক্ষ ও নদী পরিব্রাজক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, ও বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না।
সিম্পোজিয়ামের শুরুতে নদী ও জলাধার সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গাজীপুর ও আশপাশের অঞ্চলের নদ-নদী ও জলাধার সংরক্ষণের জন্য ১৬ দফা সুপারিশ উপস্থাপন করেন। এতে ব্রহ্মপুত্র, তুরাগ, বানার, চিলাই, বালু, শালদহ, লবণদহসহ ছোট-বড় প্রায় এক ডজন নদীর অস্তিত্ব ও গুরুত্ব তুলে ধরা হয়।
গবেষণায় দেখা গেছে, নদী দূষণের ফলে জেলার ভূগর্ভস্থ পানির গুণমান বিপর্যস্ত হয়ে পড়ছে, কোথাও কোথাও পানিতে দ্রবণীয় অক্সিজেনের পরিমাণ শূন্যে নেমে যাচ্ছে। এ অবস্থার উন্নয়নে নদী ও জলাধার রক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
আব্দুল মান্নান/এআরএস