‘নির্বাচন না দিলে জুলাই আন্দোলনের আত্মত্যাগ বৃথা যাবে’

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২১:২৭
-6831e55d1c3cd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘নির্বাচন না দিলে জুলাই আন্দোলনের আত্মত্যাগ বৃথা যাবে’—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২৪ মে) বিকেলে রাজশাহীর সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন। জনগণ স্থায়ী ও নির্বাচিত সরকার চায়। আমরা ২০২৩ সালে যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তার বাইরে নতুন কিছু দিতে পারেনি সরকার। যারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়, তাদের জন্য নির্বাচন পেছানোর যুক্তি নেই।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন জানিয়েছে, তারা জুনেই প্রস্তুত। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তালবাহানা করছে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র না থাকলে বাক স্বাধীনতা থাকে না, আর নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা একাত্তরের পর, এরশাদের শাসনকাল, এক-এগারো—সব সময়েই গণতন্ত্রের জন্য লড়েছি। ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে জুলাই বিপ্লবে সফলতা এসেছে। কিন্তু এখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করা হচ্ছে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ড. ইউনূস একজন গুণী মানুষ। কিন্তু তাঁর উপদেষ্টারা নাতির বয়সী, যারা ভুল পরামর্শ দিচ্ছেন। সেটা সংশোধন হওয়া উচিত।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে গুম, খুন, নির্যাতনের ইতিহাস আছে। ছাত্রদল নেতা সাম্যের লাশ পড়ে গেলো, আমরা কি চুপ থাকব? মব জাস্টিসের নামে বিনা বিচারে মানুষ পিটিয়ে মারা হচ্ছে—এ নিয়ে কথা বলাও যেন অপরাধ!’
রিজভী আরও বলেন, ‘নির্বাচনের কথা বললেই রাগ ওঠে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার আলোচনা হলে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। তারুণ্যের এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়—এটি তাদের প্রত্যয় ও আকাঙ্ক্ষার মিলনমেলা।’
সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ ইয়াহিয়া, বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবর রহমান, শাহিন শওকত, আসাদুল হাবিব দুলু, সুলতান সালাহউদ্দিন টুকু, ওবায়দুল হাসান চন্দনসহ আরও অনেকে।
দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। দুপুর ২টার পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এআরএস