নতুন ১/১১ হলে দায় নতুন দলগুলোর : এমরান সালেহ প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২১:৩৭

ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,‘সরকারের ভিতরে ও বাইরে থাকা স্বার্থান্বেষী মহল অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে বিপর্যস্ত করে তুলছে। দ্রুত সংকট নিরসনের দায়িত্ব প্রধান উপদেষ্টা নির্মোহভাবে পালন করবেন বলে আশা করি।’
শনিবার (২৪মে) দুপুরে হালুয়াঘাট উপজেলার শকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে গত ৯ মাসে দৃশ্যমান অগ্রগতি নেই। যৌক্তিক সময় অনন্তকাল হতে পারে না। নির্বাচিত সরকার অনুপস্থিত থাকায় অস্থিরতা চরমে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘নতুন দল এনসিপির প্রধান নাহিদ ইসলামের ১/১১ আশঙ্কার প্রেক্ষিতে বলতে চাই—আরেকটি ১/১১ ঘটলে দায় ওইসব নতুন দল ও তাদের সহযোগীদের। মব জাস্টিসের নামে নৈরাজ্য তারাই সৃষ্টি করেছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘নির্বাচনের কথা বললেই কিছু উপদেষ্টা ও বিতর্কিত দলগুলো ‘ইমোশনাল সিন’ তৈরি করছে। এটি দুর্ভাগ্যজনক এবং বেকায়দা পরিস্থিতি তৈরি করা মহলকে প্রশ্রয় দেওয়ার শামিল।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, আবুল কাশেম সরকার, আমজাদ হোসেন, সায়েদুল ইসলাম, জালাল উদ্দিন মেম্বার ও আশেকে মোস্তফা জিন্নাহ।
এআরএস