Logo

সারাদেশ

বিএনপির ইফতার অনুষ্ঠানে হামলার মামলায় আ. লীগ নেতা শামীম গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৪ মে ২০২৫, ২১:৪১

বিএনপির ইফতার অনুষ্ঠানে হামলার মামলায় আ. লীগ নেতা শামীম গ্রেপ্তার

কাজী এনামুল হক শামীম

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য এবং কচুয়ার সাবেক যুবলীগ নেতা কাজী এনামুল হক শামীমকে ঢাকার ওয়ারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে হামলার মামলায় তিনি পলাতক ছিলেন। ওই ঘটনায় বিএনপি নেতা ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রীসহ অতিথিদের গাড়ি ও প্যান্ডেল ভাঙচুর করা হয় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। হামলায় ২৭ জন আহত হন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদসহ ৮৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়।

ওসি আজিজুল ইসলাম জানান, কাজী এনামুল হক শামীমের বিরুদ্ধে কচুয়া ও চাঁদপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকায় গ্রেপ্তারের পর চাঁদপুরে আনা হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর