Logo

সারাদেশ

ভোলার গ্যাস ভোলাতেই চাই

ইন্ট্রাকোর ডিপোতে তালা দিল আন্দোলনকারীর

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ২১:৫১

ইন্ট্রাকোর ডিপোতে তালা দিল আন্দোলনকারীর

ছবি : বাংলাদেশের খবর

ভোলার গ্যাস ঘরে ঘরে পৌঁছানো, সরকারি মেডিকেল কলেজ, ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইন্ট্রাকো কোম্পানির ভোলাস্থ ডিপো অফিস ঘেরাও করে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (২৪ মে) দুপুরে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। সমাবেশ শেষে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মিছিল করে তারা ইন্ট্রাকোর ডিপোতে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেন তারা।

বক্তারা বলেন, গ্যাস-সমৃদ্ধ ভোলায় বর্তমানে আবাসিক সংযোগ বন্ধ রয়েছে, অথচ এখানকার গ্যাস কম দামে ঢাকায় পাঠানো হচ্ছে। এটি ভোলাবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ। ভোলাকে ঘিরে গ্যাসভিত্তিক শিল্প, ইপিজেড, পাবলিক বিশ্ববিদ্যালয় ও নদী ভাঙন রক্ষার দাবি তুলে ধরা হয়।

আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে ইন্ট্রাকো কোম্পানি ভোলার গ্যাস ঢাকার ১৮টি শিল্পপ্রতিষ্ঠানে সিলিন্ডার আকারে সরবরাহ করে আসছে।

আদিল হোসেন তপু/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর