Logo

সারাদেশ

কোরবানির ঈদে বাজার কাঁপাবে ‘নাটোরের বাদশা’

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:১২

কোরবানির ঈদে বাজার কাঁপাবে ‘নাটোরের বাদশা’

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশের মতো নাটোরেও প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে নলডাঙ্গা উপজেলার ‘নাটোরের বাদশা’ নামের একটি বিশালদেহী ষাঁড়।

খামার মালিক আব্দুল মজিদ জানান, প্রায় চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন-পালন করা হয়েছে গরুটিকে। স্থানীয় পদ্ধতিতে মোটাতাজা করা এ ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন এখন প্রায় ২৫ মণ।

প্রতিদিন কাঁচা ঘাস, ভূষি ও প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয় বাদশাকে। ঘরের ভেতরে ফ্যান চালানো এবং গোসল করানোর ব্যবস্থাও রয়েছে। ষাঁড়টিকে একনজর দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে লোকজন ভিড় করছেন মজিদের বাড়িতে।

মজিদ বলেন, ‘সন্তানের মতো করে বড় করেছি। তাই বাদশার দাম নির্ধারণ করাও কঠিন। তবে আপাতত ১২ লাখ টাকা দাম চেয়েছি, আলোচনার সুযোগ থাকছে।’

নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার বলেন, ‘প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা বাদশা বর্তমানে উপজেলার সবচেয়ে বড় গরু। আমরা সবসময় খামারিকে পরামর্শ ও সহায়তা দিয়ে আসছি।’

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর