Logo

সারাদেশ

গুরুদাসপুরে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া রুহানের লাশ উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:২৫

গুরুদাসপুরে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া রুহানের লাশ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর শিশু শিক্ষার্থী রুহান আলীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (২৫মে) সকাল ৮ টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের আত্রাই শাখা নদীর নির্মানাধীন পিপলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু রুহান একই গ্রামের গোকুল প্রামানিকের ছেলে ও পিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, গতকাল দুপুর ১১টার দিকে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যায় রুহান। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে উদ্ধারকাজ শুরু হয়। বিকালেও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীঘির পানির তলায় অনুসন্ধান চালায়, কিন্তু সন্ধান না পেয়ে কাজ বন্ধ করেন। আজ সকাল ৮টার দিকে কচুরিপানার ফাঁকে রুহানের মরদেহ ভেসে ওঠে, যা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবল স্রোতের কারণে শিশু নদীর গভীরে চলে গিয়েছিলো। আনুমানিক ২২ ঘণ্টা পর মরদেহে সন্ধান মিলেছে। গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে মরদেহ।

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর