ভাঙা কালভার্ট
কাঠের তক্তা দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল, দ্রুত সংস্কারের দাবি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:২৬
-6832fe838c8a6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আলগীর এলাকায় ভাঙা একটি কালভার্ট দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন পথচারী ও শিক্ষার্থীরা।
রাজাপুর ফায়ার সার্ভিস মোড় থেকে নতুনহাট বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও, কালভার্টটির অর্ধেক অংশ ভেঙে যাওয়া সত্ত্বেও এখনো সংস্কার করা হয়নি।
ভাঙা অংশের ওপর কাঠের তক্তা বসিয়ে স্কুল-মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে ট্রাক, পিকআপ, মহেন্দ্র, নছিমন, ভ্যান, অটো, মাইক্রোবাসসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল করে। কাঠের তক্তা দিয়ে ছোট যানবাহন পার হওয়া গেলেও বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিশেষ করে রাতের বেলা এখানে দুর্ঘটনা ঘটে থাকে। বিকল্প রাস্তায় পণ্য পরিবহন করতে গিয়ে খরচ বেড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, প্রায় তিন বছর ধরে কালভার্টটি ভাঙা থাকলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিকদারবাড়ি এলাকার ব্যবসায়ী মো. বেল্লাল মল্লিক বলেন, ‘এই ভাঙা কালভার্ট দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। আমরা চরম ভোগান্তিতে আছি। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।’
যানবাহন চালক ও পথচারীরা জানান, কালভার্টটি দ্রুত সংস্কার না হলে শিগগিরই সড়কের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মন্ডল জানিয়েছেন, কালভার্টটি পুনরায় নির্মাণ করা প্রয়োজন। বরাদ্দ পেলে নতুন করে নির্মাণ করা হবে। যাতায়াত স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস