Logo

সারাদেশ

রাণীনগরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:৩৫

রাণীনগরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করে জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স (১১ পদাতিক ডিভিশন)।

ক্যাম্পে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু, চর্মসহ বিভিন্ন বিভাগের ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন। প্রায় ১ হাজার ৫০০ রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন এবং ৩০ ধরনের ওষুধ সরবরাহ করা হয়।

২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার বলেন, ‘সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। ইন এইড টু সিভিল পাওয়ার নীতির আওতায় আমরা এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ তিনি জানান, জটিল রোগীদের পরবর্তীতে উন্নত চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা নিতে আসা তমেজ উদ্দীন, ফরেজ আলী ফকির, মেরিনা আক্তার ও সাজ্জাদ হোসেন সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর