Logo

সারাদেশ

আদালতে স্বামীর সামনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৮:১৯

আদালতে স্বামীর সামনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ঝালকাঠির আদালতে স্বামীর প্রতি ক্ষোভ ও অভিমানে এক গৃহবধূ আত্মহত্যার উদ্দেশ্যে নিজের শরীরে আগুন দেওয়ার চেষ্টা করেছেন।

রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর সামনে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন নসুরাত জাহান। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দেয়।

গৃহবধূ নসুরাত জাহান নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের শাহ আলমের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন নুসরাত জাহান। ওই মামলায় তার স্বামীকে জেলহাজতে পাঠানো হয়।

রোববার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিল। জামিন আবেদনের শুনানিতে আল-আমিন বাদী নুসরাত জাহানকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানায়। এতে রাগ ও অভিমানে আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই নিজের গায়ে কেরোসিন ঢালে। আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আকন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নুসরাত জাহান তার স্বামী আল-আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, স্বামীর বিরুদ্ধে মামলা করে আদালতে এক নারী গায়ে কেরোসিন ঢালে। দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে। মানসিক স্বস্তির জন্য কিছুক্ষণ বসিয়ে রেখে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রতিনিধি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর