Logo

সারাদেশ

শ্রীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি হান্নান, সম্পাদক ছালাম

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৮:৪০

শ্রীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি হান্নান, সম্পাদক ছালাম

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম. মাহফুল হাসান হান্নান ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম রানা।

গাজীপুরের শ্রীপুরে একঝাঁক সংবাদকর্মীর উপস্থিতিতে শ্রীপুর প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি এস.এম. মাহফুল হাসান হান্নান ও সাধারণ সম্পাদক হয়েছেন ৭১ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আব্দুস ছালাম রানা।

রোববার (২৫ মে) দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি তিন সদস্যের একটি সার্চ কমিটির নেতৃত্ব দেন। সভায় কণ্ঠভোটের মাধ্যমে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রতিনিধি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর