Logo

সারাদেশ

শালবনে ফিরছে শালগাছ, ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৮:৪৩

শালবনে ফিরছে শালগাছ, ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মধুপুর শালবনে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বনবাসীদের বিরুদ্ধে করা ১২৯টি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণকালে তিনি বলেন, ‘এই শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। আসন্ন বর্ষায় ব্যাপক হারে শালগাছ রোপণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বনের জমি যারা দখলে নিয়েছে, সেসব স্থান চিহ্নিত করে সীমানা পিলার বসানো হচ্ছে। বন রক্ষায় স্থানীয় শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা হচ্ছে।’

বন উপদেষ্টা জানান, শালবনে বাণিজ্যিক উদ্দেশ্যে ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন মধুপুরের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণ এবং সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর