-683312f92b9fe.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এ প্রতিপাদ্যে ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রোববার (২৫ মে) সকালে ভোলা সদর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শরিফুল হক, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক।
স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় নাগরিকরা নির্ধারিত স্টলে গিয়ে ই-নামজারি, মৌজা ম্যাপ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবা ও তথ্য পাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের ভূমিসেবা আজ হয়রানিমুক্ত ও জনবান্ধব ব্যবস্থায় রূপ নিয়েছে। শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস পদ্ধতিতে রাজস্ব আয়ও বহুগুণে বেড়েছে।’
তিনি আরও জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা এখন অনলাইনে ভূমিসেবা নিতে পারছেন।
ভোলা সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
এআরএস