Logo

সারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৮:৫৬

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা, নানিসহ অন্তত আরও পাঁচজন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোস্তাকিম খুলনার পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- শিশুটির মা শাপলা খাতুন (২০), নানি নাজমা খাতুন (৪৫), খুলনার পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), হযরত আলী (৪৫) ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী। সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিহত শিশু মোস্তাকিম রোববার সকালে তার মা শাপলা খাতুন ও নানি নাজমা খাতুনের সঙ্গে খুলনার পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে চিকিৎসকের পরামর্শ নিতে সাতক্ষীরায় আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো তাদের আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর