গুম-দুর্নীতির জবাব দিতেই এনসিপি’র উত্থান : তাসনিম জারা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:০০
-6833147778edc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘বিগত সরকারের গুম, খুন, দুর্নীতি ও অনিয়মের জবাব দিতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জন্ম নিয়েছে’—চন্দনাইশে এক পথসভায় এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
রোববার (২৫ মে) বিকেল ৬টায় চট্টগ্রামের দোহাজারী পৌরসদর এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাষ্ট্র জনগণের জন্য কাজ করবে। দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন, সচিবালয়—সবই হবে জনগণের সেবায় নিয়োজিত। আমাদের এ দীর্ঘ পথচলায় বাধা আসবে, কিন্তু জনগণ পাশে থাকলে সংগ্রাম চালিয়ে যাওয়া সম্ভব।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছি। এখন আর ইউএনও-ওসি দিয়ে রাতের ভোট হবে না। এ বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এবং ইসলামচর্চাকারীদের নিরাপদ রাষ্ট্র।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলীসহ শতাধিক নেতাকর্মী।
এআরএস