Logo

সারাদেশ

‘আওয়ামী দোসরদের পক্ষে নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন’

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:১০

‘আওয়ামী দোসরদের পক্ষে নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন’

ছবি : বাংলাদেশের খবর

‘আওয়ামী লীগের দোসরদের পক্ষ নিয়ে নয়, গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে’—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৫ মে) চট্টগ্রামের কেরানীহাটে এনসিপির পথসভায় তিনি বলেন, ‘যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হবে।’

তিনি বলেন, ‘যে সংবিধান জনগণের ওপর নিপীড়নের হাতিয়ার হয়েছে, তাকে প্রতিহত করতে হবে।’

সভায় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের হাতে যারা খুন-গুমের শিকার হয়েছেন, তাদের বিচার করতে হবে। মানুষ রক্ত দিয়েছে দলীয় স্বার্থে নয়, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে আনতে।’

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, আরমান হোসেন, আজিজুর রহমান রিজভী, জোবাইরুল ইসলাম আরিফসহ স্থানীয় জনসাধারণ।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর