সাংবাদিকদের ঐকমত্যে কেরানীগঞ্জ প্রেসক্লাবে নতুন আহ্বায়ক কমিটি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:১৫
-683317f28e843.jpg)
ছবি : সংগৃহীত
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান পরিচালনা কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে কেরানীগঞ্জে কর্মরত অধিকাংশ সাংবাদিকদের উপস্থিতিতে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।
নয়া দিগন্তের মোস্তফা কামালকে আহ্বায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সদস্য সচিব মনোনীত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমার দেশ পত্রিকার রাকিব হোসেন ও এনটিভির দেলোয়ার হোসেন। প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন রতন হয়েছেন কমিটির সদস্য।
সভায় দৈনিক যুগান্তরের আবু জাফরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের আলতাব হোসেন মিন্টু, সংবাদের শহিদুল ইসলাম বিপ্লব, এশিয়া বাণীর মিয়া আব্দুল হান্নান, বাংলাদেশের খবর ও বাংলা টিভির এরশাদ হোসেন, আজকের পত্রিকার নাজিমুদ্দিন ইমন, দেশ রূপান্তরের রাজু আহমেদ, আমাদের সময় ও এটিএন নিউজের আশিক নূর, এশিয়ান টিভির নাসির উদ্দিন টিটু, যায়যায়দিনের মাসুম পারভেজ, ইনকিলাবের সোহাগ খান, ইত্তেফাকের এনামুল হাসান শাওন, প্রতিদিনের সংবাদের লিটন খান, কালের কণ্ঠের শেখ ফরিদ, ডেসটিনির সোলায়মান সুমনসহ আরও অনেকে।
জানা যায়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করবে।
এআরএস