উপকূল ও সুন্দরবনের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৩৪
-68331c7b0bb30.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুন্দরবন-ঘেঁষা খুলনার কয়রাসহ দেশের ১৯ উপকূলীয় উপজেলার টেকসই উন্নয়ন ও বৃহত্তর সুন্দরবন রক্ষায় আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে খুলনায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে 'উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার বরাবর স্মারকলিপিটি পাঠানো হয়।
স্মারকলিপিতে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, লবণাক্ততা, বন উজাড়, নদীভাঙন এবং সুন্দরবনের প্রতিবেশগত সংকটের বিষয়ে উদ্বেগ জানানো হয়। এসব সমস্যা মোকাবেলায় উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির টেকসই সমাধান, সাইক্লোন শেল্টার বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান ও বন বিভাগের সক্ষমতা বাড়ানোর দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের সদস্য সচিব সাইফুল ইসলাম, সাংবাদিক আহমেদ মুসা রঞ্জু, কামাল মোস্তফা, এস এ মুকুল, রায়হান কবির, ইমতিয়াজ উদ্দীন, কবিরুল ইসলাম, আলমগীর হোসেন মুন্না, আলিমুল কবির, আমির হামজা প্রমুখ।
এআরএস