নারায়ণগঞ্জে পরিবেশ দপ্তরের অভিযানে ৩৫০ কেজি পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৪২
-68331e2dab085.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (২৫ মে) চিটাগাং রোড এলাকায় চালানো এ অভিযানে তিনটি দোকান থেকে মোট ৩৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সাহারীয়ার স্টোর থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার, বায়জিদ স্টোর থেকে ১২০ কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার এবং শাওন স্টোর থেকে ৩০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে সহায়তা করে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ জানান, পলিথিন ব্যবহারে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনে এই জরিমানা আরোপ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এআরএস