Logo

সারাদেশ

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৫৭

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক দুটি ঘটনায় ১৮ মাস বয়সী শিশু আবির ও ৩২ বছর বয়সী গৃহবধূ রুবিনার মৃত্যু হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার দক্ষিণ বারঘড়িয়া এলাকায় পানিতে ডুবে শিশু আবিরের মৃত্যু হয়।

একইদিন সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

জানা গেছে, শিশু আবির স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়ালের ছেলে। সকালে বাড়ির বাইরে খেলতে বের হয় সে। কিছুক্ষণ পর আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু আবিরের মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে, কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামে রান্নার সময় বৈদ্যুতিক হিটার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবিনা (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রুবিনা একই এলাকার মৃত মনির মিয়ার স্ত্রী। 

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর