Logo

সারাদেশ

নড়াইলে বৈষম্যবিরোধী নেতার বাসায় চুরি, তালা ভেঙে অর্থ লুট

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ২০:২৮

নড়াইলে বৈষম্যবিরোধী নেতার বাসায় চুরি, তালা ভেঙে অর্থ লুট

নড়াইলে বৈষম্যবিরোধী নেতার বাসায় চুরি, তালা ভেঙে অর্থ লুট।

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব শাফায়াত উল্লাহর বাসায় তালা ভেঙে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) দিবাগত রাতে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান, শনিবার রাতের দিকে তিনি মহিষখোলার নিজ বাসায় তালা দিয়ে বরাশুলা এলাকায় নানাবাড়িতে যান। রোববার সকাল ৬টা ৫০ মিনিটে বাসায় ফিরে এসে দেখেন, বাসার মূল ফটকের তালা ভাঙা।

তিনি বলেন, এরপর ভেতরে ঢুকে দেখতে পাই, আলমারির কপাট খোলা ও ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা নেই। এছাড়া খাটের ড্রয়ারে রাখা সাড়ে চার হাজার টাকাও নেই। ঘরে থাকা দুইটি মাটির ব্যাংক ভেঙে তার মধ্যে গচ্ছিত টাকা লুট করা হয়েছে। মাটির ব্যাংক দুইটিতে আনুমানিক ৪–৫ হাজার টাকা থাকার কথা।

শাফায়াত বলেন, আমি একটি বেসরকারি মাদরাসায় শিক্ষকতা করি। পাশাপাশি পাঁচটি টিউশন করে এ অর্থ জমিয়েছিলাম। আমার মাথার ঘাম ঝরানো উপার্জন চুরি হয়ে গেছে। আমি বিশ্বাস করি, পুলিশ চাইলে এ চুরির রহস্য বের করে অর্থ উদ্ধার সম্ভব।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রতিনিধি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর