Logo

সারাদেশ

নওগাঁয় গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ২০:৫১

নওগাঁয় গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

নওগাঁয় গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান। ছবি : বাংলাদেশের খবর

নওগাঁয় গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকা সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। 

রোববার (২৫ মে) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলার ৮টি শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, এ সঞ্চয়পত্র শুধু অর্থমূল্যের নয়, এটি জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি একটি শ্রদ্ধার নিদর্শন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মো. মুনির আকন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা। 

এ উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের মধ্যে এক গভীর আবেগের সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রতিনিধি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর