Logo

সারাদেশ

ঝিনাইদহে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ২১:৫৯

ঝিনাইদহে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি।

ঝিনাইদহের শৈলকুপায় এক পোলট্রি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। 

শনিবার (২৪ মে) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী রিপন হোসেন জানান, রাত ২টার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে একদল ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে। পরে পরিবারের ৮-৯ জন সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা ১১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

রিপন হোসেন বলেন, ডাকাতরা দরজা ভেঙে ধারালো অস্ত্র দেখিয়ে আমাদের ভয় দেখিয়ে জিম্মি করে। তারা নিজেদের ডাকাত পরিচয় দিয়ে বলে, কোনো কথা বললে সমস্যা হবে। এমনকি সকালে থানায় না যাওয়ার জন্য হুমকি দিয়েও যায়।

তিনি আরও বলেন, ডাকাতরা আমাদের কারও ফোন ব্যবহার করতে দেয়নি। পুরো সময় আমাদের জিম্মি করে রেখেছিল। তারা খুবই সংঘবদ্ধভাবে কাজ করেছে। এ সময় সবার মুখ ঢাকা ছিল।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রতিনিধি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর