Logo

সারাদেশ

হাসপাতালে তালা

জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৫:৫১

জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় দুবাই হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রিতু (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৬ মে) সকাল ছয়টার দিকে হাসপাতালে ওই প্রসূতির মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ক্ষোভে হাসপাতালটিতে তালাবদ্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিতুর বড় ভাই লাবলু মণ্ডল বলেন, দুই দিন ধরে প্রসবব্যথায় ভুগছিলেন রিতু। রোববার বিকেল পাঁচটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি কন্যাসন্তান জন্ম দেন। মা ও নবজাতক সুস্থ থাকলেও রাতেই হঠাৎ খিঁচুনি ওঠে রিতুর। তখন হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্স ছিলেন না। সারা রাত কষ্ট পেয়ে ভোরে তার মৃত্যু হয়।

লাবলুর অভিযোগ, মৃত্যুর পর হাসপাতালে কেউ এগিয়ে আসেনি। শুধু একজন কর্মচারি এসে মৃত্যু নিশ্চিত করে চলে যান।

খবর পেয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ. স. ম. আতিকুল রহমানের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আতিকুল রহমান বলেন, লাশ উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

মেহেদী হাসান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর