জামিনে মুক্তি
জেলগেটে আবারও গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র মোখলেস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:১৪

মোখলেসুর রহমান। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমানকে জামিনে মুক্তির পর জেলগেট থেকেই ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) সকালে জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে রোববার (২৫ মে) চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় তিনি জামিনে মুক্তি পান।
চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, জামিনের কাগজ যাচাই করে সকালে মোখলেসুরকে মুক্তি দেওয়া হয়। এরপর জেলগেট থেকে তাকে নিয়ে যায় পুলিশের একটি দল।
সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান বলেন, ‘তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, গত ৬ মে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আদালতের মালখানায় হামলার মামলায় তাকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়। তিনি ওই মামলায় সাত দিনের রিমান্ডেও ছিলেন।
এআরএস