Logo

সারাদেশ

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৮:৩৬

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে

জেবুন্নেছা আফরোজ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার দায়ের করা মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক হাবিবুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেছা আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে বরিশালে আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহর দায়ের করা মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করে। আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।

জানা যায়, গত ১৬ মে ঢাকায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। জেবুন্নেছা আফরোজ বর্তমানে আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বামী শওকত হোসেন হিরণ ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র। ২০১৪ সালের ৯ এপ্রিল তার মৃত্যুর পর উপ-নির্বাচনে জেবুন্নেছা আফরোজ সংসদ সদস্য নির্বাচিত হন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর