Logo

সারাদেশ

ঈদে মসলার দাম নিয়ন্ত্রণে পাবনায় অভিযান

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:০৮

ঈদে মসলার দাম নিয়ন্ত্রণে পাবনায় অভিযান

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে প্রয়োজনীয় মসলার দাম নিয়ন্ত্রণে রাখতে পাবনায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব।

সোমবার (২৬ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা শহরের বড়বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় বিধি মোতাবেক মসলা বিক্রয় না করায় চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লক্ষ্মী ভান্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স নাঈম স্টোরকে ১ হাজার, মেসার্স রিপন স্টোরকে ৪ হাজার ও পিওর লাইভ ফুডকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি চৌকস দল সহায়তা করে।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর