
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের রুমা উপজেলায় যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি উল্টে লালকাপ এল বম (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন জিংপেক কিম বম (৪৫) ও ভান থোয়াল জোয়াল বম (৩৫) নামে দুই নারী।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লালকাপ এল বম ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মূয়ালপি পাড়া জুয়াম ত্লিং বমের ছেলে। আহতরাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক বাজার শেষে রুমা সদর থেকে চাঁদের গাড়িতে ১০ জন যাত্রী নিয়ে মুয়ালপি পাড়ার দিকে যাচ্ছিল যানটি। পথে মুয়ালপি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন লালকাপ এল বম। আহত হন বাকি দুই যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘যাত্রীবাহী একটি জিপ গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। নিহতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সোহেল কান্তি নাথ/এআরএস